Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

মরহুম আবুল কাসেম এডভোকেটের জন্ম কালিকাপুর ইউনিয়নের পূর্ব হেতালিয়ায়। তার পিতা মরহুম মোন্তাজ উদ্দিন হাওলাদার, মাতা মরহুমা আরবজান বিবি। ৬০’র দশকের তুখোর ছাত্রনেতা আবুল কাসেম ১৯৬৪ সালে বরিশাল বিএম কলেজের ভিপি নির্বাচিত হন। ১৯৬৪ সালের হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে তিনি অগ্রণী ভুমিকা রাখেন। ছাত্র জীবন শেষে তিনি এলএলবি পাশ করে আইনজীবী হিসেবে পটুয়াখালী বারে ওকালতিকে পেশা হিসেবে নেন। পরবর্তীতে তিনি পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কাজে নিজকে জড়িত রাখেন। পটুয়াখালী শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান টাউন স্কুলের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। দক্ষিন অঞ্চলের ঐতিহ্যবাহি চক্ষু সেবা প্রতিষ্ঠান বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির বিএনএসবি চক্ষু হাসপাতালের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া তিনি বহু মসজিদ-মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের জন্ম লগ্ন থেকে সেবা করে গেছেন। কালিকাপুর ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান মরহুম ইসমাইল হাওলাদার, ইসাহাক হাওলাদার তার বড় দুই ভাই। তার স্ত্রী মরহুমা শামসুননাহার শেলী ১৯৮৬ সালে বাংলাদেশ জাতিয় সংসদের সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। কালিকাপুর ইউনিয়নের স্বর্ণ পদক জয়ী সাবেক চেয়ারম্যান জনাব, সাইফুর রহমান ইমাম তার ভ্রাতুস্পুত্র এবং এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তানভীর আহমেদ তার কনিষ্ঠ পুত্র। কালিকাপুর ইউনিয়নের এই কৃত্তিমান পূরুষ ১৯৯৫ সালে দুরারগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৮ বছর বয়সে মৃত্যু বরণ করেন।